Posts

Showing posts from August, 2021

হাতিশুঁড় গাছের উপকারিতা

Image
  জেনে নিন হাতিশুঁড় গাছের উপকারিতা   হাতিশুঁড়  একটি অসাধারণ প্রাকৃতিক গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ। এই গাছটির রয়েছে বিস্ময়কর কিছু উপকারিতা যা মানব দেহের বিভিন্ন রোগ উপশমে কার্যকরী ভূমিকা পলন করে থাকে। আসুন আজকে জেনে নেয়া যাক এই উদ্ভিদটির গুণাগুণ সম্পর্কে- হাতিশুঁড়  একপ্রকার একবর্ষজীবী আগাছা জাতীয় উদ্ভিদ। একে হাতিশুঁড়ি, হাতিশুণ্ডি, হস্তীশুণ্ডী, শ্রীহস্তিনী, মহাশুণ্ডী ইত্যাদি নামেও ডাকা হয়। গাছটি  এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী। বৈজ্ঞানিক নাম: Heliotropium indicum (হেলিওট্রোপিয়াম ইনডিকাম) এবং ইংরেজি নাম 'Indian heliotrope'। হাতিশুড় গাছের উপকারিতা: (১) দাদ রোগে: দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। (২) অঙ্গ ফোলায়:    অনেক সময় বিভিন্ন কারণে শরীরের বিশেষ করে পায়ের গাঁট ফুলে যায় । এমন সমস্যায়  হাতিশুঁড় গাছের পাতা বাটনাতে বেটে হালকা গরম করে লাগালে দারুণ ফল পাওয়া যায়। এছাড়াও  বিভিন্ন কারণে মানষ আঘাৎ প্রাপ্ত হতে পারে। যদ