নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় (জীবনীশক্তি) প্রশ্ন ও উত্তর পর্ব- ০৩
নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় (জীবনীশক্তি) প্রশ্ন ও উত্তর পর্ব- ০৩ সালোকসংশ্লেষণ শব্দটি দুটি গ্রিক শব্দ photos ( অর্থ: আলোক ; এখানে সূর্যালোক) ও synthesis ( অর্থ: সংশ্লেষণ , বা তৈরি করা) এর সমন্ব য়ে গঠিত । যে জৈব রাসায় নিক প্রক্রি য়া র মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে , পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ( CO 2 ) ও মূল দ্বারা শোষিত জলের বিক্রি য়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় , তাকে সালোকসংশ্লেষণ বলে। এই প্রক্রি য়ায় সজীব উদ্ভিদকোষে উপস্থিত ক্লোরোফ্লিল নামক রঞ্জক আলোকশক্তিকে রাসায় নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা উৎপন্ন শর্করাজাতীয় খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত রাখে। সালেকসংশ্লেষণ এর বিক্রি য়া :- 6CO 2 + 12H 2 O + তাপ → C 6 H 12 O 6 + 6H 2 O+ 6O 2 সালোকসংশ্লেষণের সামগ্রিক প্রক্রি য়া : কার্বন ডাই-অক্সাইড+পানি (আলো/ক্লোরোফিল)= গ্লুকোজ + অক্সিজেন + পানি সালোকসংশ্লেষনকারী অঙ্গসমূহঃ পাতার সবুজ অংশ কচি সবুজ কাণ্ড থ্যালয়েড সবুজ উ