Posts

Showing posts from March, 2022

মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ

Image
  মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ মাইটোকন্ড্রিয়া কী ? মাইটোকন্ড্রিয়া দ্বি-স্তরবিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণু তে ক্রেবস চক্র , ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় সেই অঙ্গাণুকে মাইট্রোকন্ডিয়া বলে। (ইংরেজি: Mitochondria) এটি এক প্রকার কোষীয় অঙ্গানু , যা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার নিয়ে মতভেদ আছে। একটি মতে , বিজ্ঞানী অল্টম্যান ১৮৯৪ সালে ইহা আবিষ্কার করেন। আবার কারও মতে , গ্রিক বিজ্ঞানী সি. বেন্ডা ১৮৯৮ সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন।আবার আরেক মতে Albert von kolliker ( কলিকার) ১৮৫০ সালে আবিষ্কার করেন।] এন্ডোসিম্বায়োটিক থিওরী অনুযায়ী মাইটোকন্ড্রিয়া , প্লাস্টিড বহু আগে মুক্তজীবি ব্যাক্টেরিয়া ছিল। যারা এন্ডোসিম্বায়োন্ট হিসেবে অন্য কোষের মধ্যে ঢুকে পরে এবং একসময় কোষেরই অংশ হয়ে যায়। বিজ্ঞানীদের ধারণা , মাইটোকন্ড্রিয়া এসেছে প্রোটিওব্যাক্টেরিয়া থেকে এবং প্লাস্টিড এসেছে সায়ানোব্যাক্টেরিয়া থেকে! এর জন্য বিজ্ঞানীরা অনেক প্রমাণ দাড় করিয়েছেন। এগুলো থেকে বুঝা যায় বুঝা যায় য

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় (জীবনীশক্তি) প্রশ্ন ও উত্তর পর্ব- ০৪ ( শ্বসন )

Image
 নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় (জীবনীশক্তি) প্রশ্ন ও উত্তর পর্ব- ০৪ (শ্বসন) শ্বসন   যে কোনো জীবের শারীরিক পরিচালনায় অন্যতম অংশ , মানুষসহ বিভিন্ন জীবের দেহকোষে সবসময় নানারকম জৈবিক ক্রিয়া ও প্রক্রিয়া   চলছে। এই জৈবিক ক্রিয়া ও প্রক্রিয়া গুলো নিয়ন্ত্রণের জন্য কোষের শক্তির প্রয়োজন।প্রত্যেকটি জীব তার এই ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য খাদ্য গ্রহণ করে আর সেই খাদ্য থেকে শক্তি অর্জন করে। শ্বসন কাকে বলে ? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় দ্বারা   অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে খাদ্যের দৈহিক জারণের ফলে খাদ্য   স্থিতিশক্তি গতি শক্তিতে   রূপান্তরিত হয় ও মুক্ত হয় তাকে   শ্বসন   বলে। শ্বসনের বৈশিষ্ট্য :    শ্বসন   একটি অপচিতিমূলক বিপাক ক্রিয়া। এর ফলে জীবের শুস্ক ওজন হ্রাস   পায়।   শ্বসন একটি তাপমোচী প্রক্রিয়া।   শ্বসন এর প্রকারভেদ : শ্বসন দুই প্রকারের।   সবাত শ্বসন এবং অবাত   শ্বসন।   সবাত শ্বসন :   যে   শ্বসন   পদ্ধতি বায়ুজীবী জীবকোষে শ্বসন বস্তু মুক্ত অক্সিজেন উপস্থিত সম্পূর্ণরূপে জারিত   হয়ে   জল   এবং   কার্বন ডাই অক্সাইড   পরিণত হয় এবং   শ্বসন   বস্তু সম্পূর্ণরূপে নির্গত হয় তাকে